হিলি বার্তা ডেস্কঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়নে জনসংযোগ আর জনসাধারণের কল্যাণে সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আঃ মালেক মন্ডল।
চলোমান সকল সেবার ধারাবাহিকতা বজায় রাখতে,
৪ নং দিওড় ইউনিয়নের প্রতিটি গ্রাম গঞ্জে মানবতার কল্যাণে ফেরি করে ঘুরছেন ও জন সাক্ষাৎ-এ সালাম বিনিময়ের মাধ্যমে ভালো মন্দ খোজ খবর নিচ্ছেন এবং সাস্থ্যবিধির আলোকে প্রতিনিয়তই মাস্ক বিতারণ করছেন।
সর্বসাধারণ মানুষের মাঝে সরাসরি উপস্থিত হয়ে আঃ মালেক মন্ডল সম্পর্কে জিজ্ঞেসা করলে জনমত বলে আমরা ইতি পূর্বে দিওড় ইউনিয়নে এরকম সমাজ সেবক ও উদার মনের মানবিক নেতা দেখিনি।
ইতিপূর্বে অনেক লিডার দিওড় ইউনিয়নে এসেছে চলেও গেছে তারা প্রতিনিধি হয়েও এমন দৃষ্টি আকর্ষণ ও নজিরবিহীন কাজ করেনি কিন্তু আঃ মালেক মন্ডল কোন প্রতিনিধি না হয়েও যে সকল ধর্মীয় শিক্ষা ব্যাবস্থাসহ, রাস্তা ঘাট,পানি বন্দি মানুষের ড্রেনের নির্মাণ সংস্করণ ও করোনার ক্লান্তিকালে মাস্ক বিতারণ এবং সাহয্য সহযোগীতা মুলক কার্যক্রম করছেন পর্যায়ক্রমে সর্বত্রই।