আরিফুল ইসলাম সোহাগ, নওগাঁ প্রতিনিধি।
নওগাঁয় বেশকিছুদিনধরে লক্ষ্য করাযাচ্ছে যে হাতি দিয়ে শহরেরে বিভিন্ন প্রতিষ্ঠান হতে টাকা উত্তোলন করছে এক অসাধুব্যাবসায়ী । শহরের কোথাও কোনসার্কাস বা মেলা বর্তমানে চাল ুনাই। এতে করে একদিকে শহরের যানযোট বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে চাদাবাজির শিকার হচ্ছে শহরের ব্যাবসায়ীরা ।
সাধারণ মানুষ যেমনচলাচল করতে পারছেনা অন্যদিকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নারী ও শিশুদের। সাধারণ মানুষ জানিয়েছেন যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন প্রায়সয়তাদের এই হাতির বিড়ম্বনায় পরতে হয়।
এই চাঁদাবাজি সম্পর্কে নওগাঁ থানার ওসি জনাব আব্দুল হাই কে জানানো হলে তিনি এ বিষয়ের দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস প্রকাশ করেন।