দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০১৮ সাল। নতুন বছরে অনেকেরই অনেক রকম চাওয়া থাকে। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী যেমন নতুন বছরে তিনটি জিনিস চান।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি নতুন বছরে ‘শান্তি, ভালবাসা এবং হাসি’ এই তিন জিনিস চান। সকলে এই তিনটি জিনিস নিয়ে সেলিব্রেট করুক, তিনি যেমন চান। তেমনই নিজের জীবনেও শান্তি, ভালবাসা এবং হাসি আরও বেশি করে নিয়ে আসতে চান।
২০১৮ এ মিমির তিনটি ছবি মুক্তি পেয়েছিল। ‘ভিলেন’, ‘ক্রিসক্রস’ এবং ‘টোটাল দাদাগিরি’। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’-এ মিমির অভিনয় পছন্দ করেছিলেন বড় অংশের দর্শক।
২০১৯ এ নায়িকার ক্যারিয়ারে আরও নতুন কোন কোন ছবি যুক্ত হয়, সে দিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।