পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি। নওগাঁর পত্নীতলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী দুর্বৃত্তের ছুড়িকাঘাতে মারা গেছেন। আজ রাত ১০ টার দিকে পত্নীতলা উপজেলার মাহমুদপুর গ্রামে তার নিজ বাড়িতে দুর্বত্তহামলার শিকার হন।
পত্নীতলা থানার ওসি পরিমল চন্দ্র জানান, রাতে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে ড্রইং রুমে ইসাহাক আলীর উপড় হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ইসাহাক আলীর গাড়ির ড্রাইভার দুলাল হোসেন এগিয়ে আসলে তাকেও ছুড়িকাঘাত করে দুর্বত্তরা। আহত অবস্থায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাকে।