হিলি বার্তা ডেস্কঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রামিত পরিস্থিতি’র শত শত প্রতিকূল পরিবেশ অতিক্রম করে দিনের পর দিন মাসের পর মাস নিজের ও পরিবারের কথাই শুধু নয়, ৪ নং দিওড় ইউনিয়নের সর্বস্তরের মানুষের কথা ভেবেই বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক মন্ডল। প্রতিদিনই কোন না কোন ভাবে মানুষের কল্যাণে সর্বদাই নিয়োজিত আছেন আর বর্তমানে মাস্ক বিতারণে বিশেষ ভূমিকা রেখেছেন সর্বত্রই।
আঃ মালেক মন্ডল বলেন, আমি নেতা হতে আসিনি, বিরামপুরের ৪ নং দিওড় ইউনিয়ন বাসির অধিকার আদায়ের জন্য এসেছি। আপনাদের সন্তান হিসেবে,ভাই হিসেবে,আমি বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই। বাবা কে হারিয়ে জম্মধাত্রী মাকে ছেড়ে আপনাদের মাঝেই স্বজনত্ব পেয়েছি এখন আপনারাই আমার পরম আত্মীয়। আপনাদের ভালোবাসা নিয়ে মানবতার কল্যাণে অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর মুক্তির সংগ্রামে নেমেছি। এমপি শিবলী সাদিক স্বপ্ন দেখেন,স্বপ্ন দেখান,স্বপ্ন বাস্তবায়ন করেন।
তিনি আরও বলেন, আদর্শের সৈনিক হিসেবে নিজেকে নিবেদিত করতে চাই ৪ নং দিওড় ইউনিয়নের সর্বসাধারণ মানুষের কল্যাণে। ইতি পূর্বে সমর্থ অনুযায়ী সামান্য মাত্র যা করেছি- এমপি শিবলী সাদিক মহাদ্বয়ের দিকনির্দেশনা ও বিরামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম (রাজু) মামা’ র অনু-প্রেরনায় সকল প্রকার সাহায্য সহযোগিতার মানবিক কার্যক্রম করেছি ও চলোমান রেখেছি,বলে দিওড় ইউনিয়ন বাসির ভালোবাসায় অনুপ্রাণিত হয়েছি মর্মে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশা করছি।