সম্পর্ক ভাঙার পরেও কাছাকাছি!
বলিউডের সম্পর্ক ভাঙা-গড়ার কথা হরহেমেশাই শোনা যায়। অনেকেই আছেন যারা সম্পর্ক ভেঙে পরে আর কখনও সাবিকার মুখোমুখী হতে চাই না অনেক ক্ষেত্রে আবার এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে সম্পর্ক ভেঙে গেলেও তারা একে-অপরের কাছাকাছি এসেছেন, আবারও ভালোবাসে কিন্তু বাস্তবত, এই ঘটনা ঘটেছে রূপালী পর্দায় সিনেমায় অভিনয়ের প্রয়োজন হলে সেই দর্শক আবার একসাথে পেয়েছেন ভক্তরা
সম্পর্ক ভাঙলেও সিনেমার প্রয়জনে যারা কাছাকাছি এসেছেন তাদের কথা বলা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভ-
সালমান খান এবং ক্যাটরিনা কাইফ
অনেক দিন আগে সম্পর্ক ভেঙে গেছে তাদের পরে তাদের সম্পর্ক বন্ধুসুলভ সম্পর্কে ছেদ পড়ালেও ‘টিগার জিন্দা হ্যায়’ ছবিতে একসাথে অভিনয় করেছেন সালমান ও ক্যাটরিনা
অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন
1999 সালে অক্ষয় কুমারের সঙ্গে রাভিনা ট্যান্ডান সম্পর্ক ভেঙে যায়। পরে ২004 সালে ‘পুলিশ ফোর্স’ নামের একটি সিনেমাই আবার তারা জুটি বাঁধেন।
রণবীর কাপুর ও সোনম কাপুর
রণবীর কাপুর ও সোনাম কাপুর সঞ্জয় দত্তের বায়োপিকে আবার একসঙ্গে দেখা যাবে বলিউডের এই প্রাক্তন জুটি
রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন
বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে ক্যাটরিনা কাইফের সাথে নতুন অভিনেতাদের নিয়ে রণবীর কাপুর তবে বিচপেও ইমতিয়াজ এলির ‘তামাশা’-এ একসঙ্গে দেখানো হয়েছে রণবীর এবং দীপিকাকে
শহীদ কাপুর ও কেরিনা কাপুর
অনেক বছর প্রেমের পরে তিক্ত বিভাজ হয় শহীদ-করিনা জুটি এভাবে ‘উড়ন্ত পাঞ্জাব’ -তে শহিদের সাথে স্ক্রিন শেয়ার করতে কারিনা
সঞ্চয় দান এবং মাধুরী দীক্ষিত
বলিউড তারকা সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতের সম্পর্কের কথা কেউ অজানা নয়। প্রায় ২5 বছর আগে তারা একসঙ্গে ‘খালেদার’ সিনেমায় অভিনয় করেছিলেন। এবার করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় দেখা যাবে বলিউডের প্রাক্তন এ জুটি।